৭০% ছাড়, ফ্রান্সে নিউটেলা কিনতে সংঘর্ষ!

ফ্রান্সে চকোলেট ও বাদাম মিশ্রিত মিষ্টিজাতীয় খাদ্য নিউটেলার দাম কমায় ক্রেতাদের মধ্যে হুড়াহুড়ি ও মারামারির ঘটনা ঘটেছে। ইনটারমাশে নামে ফরাসি সুপারমার্কেট গ্রুপ নিউটেলার দামে ৭০ শতাংশ ছাড় ঘোষণা করে। এতে পণ্যটির দাম সাড়ে চার ইউরো থেকে কমে ১ দশমিক ৪ ইউরোতে এসে দাঁড়ায়। এ ঘোষণার পরপরই ক্রেতাদের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায়। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয় কর্তৃপক্ষকে।

Nutella

বিবিসি জানিয়েছে, ফ্রান্সে নিউটেলা একটি জনপ্রিয় খাদ্য। সাধারণত পাউরুটি ও টোস্টের সঙ্গে মিশিয়ে এটি খাওয়া হয়। প্রতিবছর বিশ্বের ১৬০টি দেশে ৩৬ কোটি ৫০ লাখ কেজি নিউটেলা খাওয়া হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যে ওই দোকানের সব স্টক ফুরিয়ে যায়। এসময় এক ক্রেতা চোখে আঘাত পেয়েছেন। একইচিত্র পুরো ফ্রান্সে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কোথাও কোথাও নিউটেলা নিতে যেয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে এক ক্রেতা বলেন, তারা পশুর মতো আচরণ করছিল। এক নারীকে তার চুল টেনে ধরে রাখা হয়েছিল, এক বৃদ্ধ নারী এক বাক্স  নিউটেলা তার মাথার ওপর উঠিয়ে নিয়েছিলেন, আরেকজনের হাত রক্তাক্ত হয়ে গিয়েছিল। মধ্য ফ্রান্সে ইনটারমাশের এক দোকানের কর্মী স্থানীয় দৈনিক লা প্রগ্রেসকে বলেছেন, আমরা ক্রেতাদের মাঝে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তারা আমাদেরকে ঠেলে সরিয়ে দিচ্ছে।

Tags: , , ,

Leave a Reply