যুক্তরাষ্ট্রে অভিবাসন বাতিলের আদেশে সই করতে যাচ্ছেন ট্রাম্প
করোনাভাইরাস মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অভিবাসন বাতিলের আদেশে সই করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে এক টুইট পোস্টে তিনি বলেন, অদৃশ্য শত্রুর হামলার প্রেক্ষাপটে, আমাদের মহান আমেরিকান নাগরিকদের কর্মসংস্থার সুরক্ষার স্বার্থে, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অভিবাসন বাতিলের নির্বাহী সই করবো আমি।
এমন এক সময় তিনি এমন ঘোষণা দিলেন, যখন যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এটা বার্তা সংস্থা রয়টার্সের হিসাব।
প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাবের বিরুদ্ধে নজিরবিহীন লড়াইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি।
এছাড়া প্রকোপটিতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সেখানে সাত লাখ ৭৪ হাজার লোকের শরীরে কোভিড-১৯ রোগ পজিটিভ এসেছে। সোমবারই যেটা ২০ হাজার বেড়েছে।
এই পরিস্থিতিতে মার্কিন অর্থনীতিও অচল হয়ে পড়েছে। ব্যাপক ভ্রমণ বিধিনিষেধ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে বেকারত্ব সুবিধা পাওয়ার জন্য দুই কোটি ২০ লাখ মার্কিন নাগরিক আবেদন করেছেন।
বিধিনিষিধে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে ইতোমধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অর্থনীতি সচল করে দেয়ার কথা বললেও ম্যারিল্যান্ড, ভার্জেনিয়া ও ওয়াশিংটনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।