“বজরা শাহী মসজিদ” নোয়াখালীর ২৭৫ বছরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শন

সরকারি গেজেটে প্রত্নসম্পদ হিসেবে নোয়াখালী বজরা শাহী মসজিদের নাম থাকলেও এর সংস্কার ও রক্ষণাবেক্ষণে নেই কোনো উদ্যোগ। ফলে সৌন্দর্য হারাতে বসেছে দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মাণ করা ঐতিহাসিক নিদর্শনটি। অথচ ২৭৫ বছরের পুরনো মসজিদটি হয়ে ওঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে শত শত দর্শনার্থীর সমাগম হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বলেন, ‘বর্তমানে মসজিদটির রক্ষণাবেক্ষণ চলছে শুধু স্থানীয় ও মুসল্লিদের সহযোগিতায়। তবে শিগগিরই সরকারিভাবে ঐতিহাসিক ওই মসজিদের সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন।

স্থানীয়দের মতে, মসজিদটিকে দেশের অন্যতম দর্শনীয় ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে এটি দারুণ ভূমিকা রাখবে। বাসিন্দারা জানান, বজরা শাহী মসজিদে যাতে নির্বিঘ্নে দর্শনার্থীরা আসতে পারেন সে জন্য ঢাকা-নোয়াখালী সড়কের পাশ ঘেঁষে এখানে আসার যে সড়ক রয়েছে তা আরও প্রশস্ত করতে হবে। মসজিদটির ঐতিহ্য রক্ষায় প্রত্নতত্ত্ব বিভাগ শিগগিরই যথাযথ উদ্যোগ নেবে-এমনটাই প্রত্যাশা স্থানীয় ও দর্শনার্থীদের।

Leave a Reply