একবার নিজের বিবেক কে প্রশ্ন করি
একবার নিজের বিবেক কে প্রশ্ন করি, কি করেছি আমরা আমাদের এই মাতৃভুমির জন্য?
আমরা দেশের খেয়ে, দেশেরই বদনাম করি। আমরাই বলি আমাদের দেশের হাজারটা সমস্যা, কিন্তু কখনো কি একটি সমস্যা সমাধানের উদ্দোগ নিয়েছি।
এখনই সময় দেশের জন্য কিছু করার, নয়তো হারাবার মত কিছু অবিশিষ্ট থাকবে না।